ভাস্কর চক্রবর্তী, জলপাইগুড়ি: কোন ধরনের সমাগম ছাড়াই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ীর মনসা পুজো অনুষ্ঠিত হল। ৫১৬ বছরের এই পুজোয় এবার মেলাও বসেনি। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পুজো জলপাইগুড়ির রাজবাড়ির মনসা পুজো। সামাজিক দূরত্ব মেনেই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মঙ্গলবার মনসা পুজো অনুষ্ঠিত হয় রাজবাড়িতে। স্থানীয়দের মতে, বৈকুন্ঠপুর রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন হত। কয়েক হাজার মানুষ বিভিন্ন জেলার থেকে এখানে আসত। চলত কয়েকদিন ধরে জমজমাট মেলা। এবার তা কোন কিছুই হয়নি। করোনার তৃতীয় ঢেউয়ের জন্য হল না জাঁকজমকভাবে মনসা পুজো। তবে সরকারি নিয়ম ও সামাজিক দূরত্ব মেনেই কয়েকজন ভক্তদের উপস্থিতিতে এই পুজো চলে। যদিও পুজোতে কোন ধরনের ঘাটতি রাখেনি পুরোহিত শিবু ঘোষাল। তিনি জানান, ঐতিহাসিক বিষহরি গানের আয়োজনের মাধ্যমে নিয়মনিষ্ঠার সঙ্গে মনসাপুজো রাজবাড়ি মন্দিরেই হল। সাধারণ ভক্তরা মন্দিরের বাইরে দুধ-কলা দিয়ে পুজো দেন। অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে চলল মনসা পুজো। পুজোতে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু।