#শিলিগুড়ি ও নকশালবাড়ি: করোনাকালে অন্য রোগগুলির প্রতি নজর কেমন যেন ক্ষীণ হয়ে পড়েছে। সেইসব রোগের মধ্যে ক্যানসার বা কর্কটরোগ অন্যতম। তাই শিলিগুড়িতে ক্যানসার বা কর্কটরোগের চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও এই রোগের সচেতনতার অভাব রয়েছে বিস্তার। তাই সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসার জন্য আর্থিক দিক থেকে ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়াতে নতুন করে পথ চলতে শুরু করল সহায় ওয়েলফেয়ার সোসাইটি।
সহায় ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুবীর চন্দ্র মণ্ডল বলেন, 'সহায় শুধু একটা নাম নয়, এটি কয়েকজন সাধারণ মানুষের স্বপ্নের উড়ান। সমাজের একটা মারনব্যাধি ক্যানসার রোগ যেকোনো সময় মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সহায় ওয়েলফেয়ার সোসাইটি চারিপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আজ শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলাম। আমাদের মূলমন্ত্র মানুষের সঙ্গে মানুষের পাশে।'
পাশাপাশি, এদিন শিলিগুড়ির অদূরে নকশালবাড়ির এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার প্রাক্তন বিধায়ক ও দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার।