পান বিক্রিতে আড়তদারী বৃদ্ধির বিরুদ্ধে নিমতৌড়িতে পানচাষি সমন্বয় সমিতির বিক্ষোভ

Bangla Editor | News18 Bangla | 05:24:34 PM IST Aug 18, 2021

অন্যায় ভাবে আড়তদারী বৃদ্ধির অভিযোগ উঠল নিমতৌড়িতে। আড়তদারী শতকরা ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করার সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে উত্তর নারকেলদা পান মার্কেটে  চাষীরা বিক্ষোভ দেখান পান চাষী সমন্বয় সমিতির নেতৃত্বে। শতাধিক চাষী আড়তে মিছিল করে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেন। পানচাষি সমন্বয় সমিতির নেতা বিবেকানন্দ রায় বলে, "বর্তমানে ইয়াস ও প্রবল বৃষ্টির ফলে এমনিতেই বরজ নষ্ট হয়ে গেছে। চাষিরা অনেক কষ্টে পান বাঁচিয়ে রেখে বিক্রি করতে এসে ঠিক দাম পাচ্ছেন না। সেই সময়ে আড়তদারী বৃদ্ধি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। প্রতিবাদে আমরা আজকে কর্তৃপক্ষকে জানাচ্ছি। তারা আলোচনা করে বর্ধিত আড়তদারী প্রত্যাহার না করলে আমরা জেলা শাসকের কাছে দরবার করব এবং বৃহত্তর আন্দোলনে যাব।"

প্রসঙ্গত ২০১৭ সালে আড়তদারী ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করায় চাষীদের মধ্যে প্রবল বিক্ষোভ শুরু হয়। তার পরেই জেলাশাসক আড়তদার এবং সমন্বয় সমিতির সদস্যদের নিয়ে সভা করে  আড়তদারি  ৫ টাকা করা হয়। এদিন সকলের প্রায় অজান্তে আড়তদাড়ি বাড়ানোর ঘোষণা অত্যন্ত ন্যাক্কারজনক।

লেটেস্ট ভিডিও