তমলুকের রূপনারায়ণ নদীতে তর্পনের উদ্দেশ্যে ভোর থেকেই ভিড় জমান মানুষ

Bangla Digital Desk | News18 Bangla | 01:47:49 PM IST Oct 06, 2021

আজ শুভ মহালয়া, পিতৃ পক্ষের অবসান দেবীপক্ষের সূচনা। তাই আজ থেকেই আকাশে বাতাসে বেজে গেছে আগমনীর সুর। তবে মহালয়ার পূর্ণ্যসকালে নদীবক্ষে অনেক মানুষ আসেন তাদের পিতা মাতা বা আপন মানুষদের আত্মার শান্তি ও মঙ্গলকামনায় তর্পন করে থাকেন। ভোর থেকেই বিভিন্ন নদীঘাটে ভিড়জমান মানুষেরা। পূর্ব মেদিনীপুরের তমলুকের রূপনারায়ণ নদের পাড়ে। তবে সম্পূর্ণ নিয়ম বিধিমেনে করা হল তর্পনের বিশেষ আয়োজন।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদের তীরে বিভিন্ন নদীঘাটে ভিড় জমান অসংখ্য মানুষ।সেই ছবি ধরা পড়লো কোলাঘাটের দেনান গ্রামের কুম্ভেশ্বরী নদীঘাটে। তবে সমস্ত রকমের দুর্ঘটনা এড়াতে নদী ঘাটে ছিল পুলিশ মোতায়ন।

লেটেস্ট ভিডিও