দিঘা সমুদ্র সৈকতে কড়া নজরদারি প্রশাসনের

Bangla Editor | News18 Bangla | 11:55:53 AM IST Sep 01, 2021

দিঘা:  দিঘা সমুদ্র সৈকত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। সৈকতে টহল দিচ্ছে সিভিল ডিফেন্স কর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুজন পর্যটক চালিয়ে মৃত্যুর খবরে অভিযোগ উঠেছিল প্রশাসনের নজরদারি নিয়ে। মঙ্গলবার থেকে দিঘার সমুদ্র সৈকতে কড়া নজরদারি ও টহল সিভিল ডিফেন্স কর্মীরা। ওল্ড দিঘা নিউ দিঘার সমুদ্র সৈকত জুড়ে পাহারাদারি চলছে প্রশাসনের।

লেটেস্ট ভিডিও