জলের স্রোতে বাঁশের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুই মেদিনীপুরের মধ্যে

Bangla Editor | News18 Bangla | 01:19:02 PM IST Aug 03, 2021

কোলাঘাট:  কোলাঘাট ব্লকের জশাড় ও কলাগাছিয়া গ্রামে নদীর স্রোতে ভাঙলো দুটি বাঁশের সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই মেদিনীপুরের মধ্যে। গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে নদীতে জলস্ফীতি পাশাপাশি নদী ও নদী সংযুক্ত খালে ব্যাপক স্রোতের ফলে যোগাযোগ রক্ষাকারী বেশকিছু সেতু জলের স্রোতে ভেঙে পড়ল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সাথে পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাশপুর ২ ব্লকের সাথে যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়েছে। কোলাঘাট ব্লকের জশাড়ে বাঁশের সেতুটি রবিবার গভীর রাতে স্রোতে ভেঙে যায়।ফলে জশাড় ও দাশপুর ২ ব্লকের শ্রীবরার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা।

লেটেস্ট ভিডিও