Bangla News: 'মুক্তির সন্ধানে' থিমে বারাসত ন-পাড়া ওয়েলফেয়ার কমিটির কালীপুজো

Bangla Digital Desk | News18 Bangla | 05:15:14 PM IST Nov 04, 2021

বারাসত, উত্তর ২৪ পরগনা : বারাসত নপাড়া ওয়েলফেয়ার কমিটির কালীপুজো ৩০ তম বর্ষে অভিনব থিম মুক্তির সন্ধানে। মা কালি তার অস্ত্র দিয়ে করোনা নামক অসুরকে দমন করছে। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী কিছু তুলে ধরার চেষ্টা করেছে দর্শনার্থীদের কাছে পুজো উদ্যোক্তারা। মন্ডপের চারিপাশে করোনা ভাইরাস ও প্যানডেমিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রশাসনের নির্দেশমতো ও মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী কোভিড বিধি মেনে খোলামেলা মন্ডপ তৈরি করা হয়েছে,মন্ডপে ভিতরে কোন দর্শনার্থীদের প্রবেশ করতে হবে না। বাইরে থেকে মন্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবে দর্শনার্থীরা। ইতিমধ্যে সাধারণ মানুষ প্যান্ডেল হপিংএ বেড়িয়ে পরেছে বারাসতে। ভিড় এড়াতে আগে থেকেই বেড়িয়ে পরেছে ছোট থেকে বড় সকলে। আলোর উৎসব দীপাবলি,আর সেই দীপাবলির আলোর রোশনায় আলোকিত হয়ে উঠল বারসত শহর।

লেটেস্ট ভিডিও