Siliguri Election: স্কুল থেকে পরিবার, সবটা সামলে এবার অন্য রূপে শিলিগুড়ির অভয়াদেবী

Bangla Digital Desk | News18 Bangla | 08:11:34 PM IST Jan 12, 2022

#শিলিগুড়ি: শিলিগুড়িতে বেজে গিয়েছে পুরভোটের বাজনা। বাকি আর মাত্র কয়েকটা দিন। পুরনিগমের মসনদে কে বসবেন? কোন দল সামলাবে ওয়ার্ড? সবকিছুর উত্তর থাকবে সেই ভোটের পর। তবে ইতিমধ্যেই প্রচারে জোর দিয়েছেন চেনা-অচেনা মুখ। শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভয়া বসু। পেশায় ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা; পাশাপাশি পটু গৃহিনী। দুই মেয়েকে বড় করে তুলেছেন। এখন মনোযোগ একটু অন্যদিকে। আজ সেই দিক আমরা তুলে ধরলাম নিউজ ১৮ লোকালের পর্দায়। অভয়া বসুর সঙ্গে আমরা প্রচার থেকে শুরু করে তাঁর হেঁসেলের সঙ্গী হলাম। দেখলাম এই শিক্ষিকা তথা গৃহিনীর অন্য রূপ।শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের প্রত্যেক অলিগলি গিয়ে তিনি শুনলেন সকলের কথা। আশ্বাসও দিলেন। অভয়াদেবী আমাদের বলেন, "প্রথম উদ্যোগ থাকবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (solid waste management)। এরপর ইচ্ছে রয়েছে সবাই যাতে নিজের পছন্দের কাজকে পেশা হিসেবে বেছে নিতে পারে, এমন সুযোগ করে দেওয়ার"। অভয়াদেবীর বক্তব্যের মধ্যে সবচেয়ে উল্লেখ্য, "পড়াশোনা করেছি। তাই ফেল হওয়ার কোনও প্রশ্নই নেই"। কেন বললেন এই কথা? কীসেরই বা উত্তর দিলেন তিনি? দেখুন ভিডিও...

লেটেস্ট ভিডিও