আগামীকাল "ওয়ার্ল্ড হেরিটেজ ডে" উপলক্ষে হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এর উদ্যোগে হাওড়া ময়দান এর সামনে থেকে ভোর ৬.৩০ এ শুরু হবে সাইকেল Rally।হাওড়া শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানকে খুঁজে দেখাই এই Rallyর মূল উদ্দেশ্য।মধ্য হাওড়ার কৈলাস বোস লেনে মহা ধুমধামে পালিত হচ্ছে শীতলা পুজো। কানাই পূর্ণ স্মৃতি সংঘ ও মধ্য হাওড়া শক্তি সংঘের যৌথ উদ্যোগে পালিত হচ্ছে এই পুজো। এই বছর তাদের এই পুজো 64 তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরই পুজোর দিনগুলিতে মণ্ডপে ঢল নামে এলাকার প্রচুর মানুষের। পুজোর পাশাপাশি মন্ডপ সংলগ্ন স্থানে চলে নানাবিধ ধার্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রতিবছর অন্নকোটের দিন ভিড় হয় প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের।তবে করোনার প্রকোপে শেষ দুই বছর অনেক নিয়ম বিধি মেনে ছোট করেই চলছে শীতলা মাতার পূজা।পুজো মণ্ডপের ঠিক উল্টো দিকেই রাস্তার ওপর রয়েছে শিবের মন্দির। শিবের পাশাপাশি মন্দিরে লক্ষ্মী-গণেশ, বজরংবলী ও লোকনাথ বাবার মূর্তি রয়েছে।স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে সাংবাদিকদের জন্য দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। হাওড়ায়, সাংবাদিকদের জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে হাওড়া হাসপাতাল থেকে।করোনা সংক্রমণ এড়াতে ও মানুষকে সচেতন করতে, শুক্রবার হাওড়ার উলুবেড়িয়া থানার তরফ থেকে টোটোয় করে দিনভর চলল মাইকিং।ভোট প্রচারের মাধ্যমে করোনা সংক্রমণ এড়াতে বড়োসড়ো সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এখন থেকে সন্ধ্যে সাতটা থেকে সকাল দশটা অবধি বন্ধ থাকবে সমস্ত রাজনৈতিক দলের ভোট প্রচার।শুক্রবার হাওড়ার উলুবেরিয়া থেকে উড়িষ্যার একটি গাড়িতে করে পাচার হওয়া প্রায় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করলো রাজাপুর থানার পুলিশ।ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার তরফ থেকে করোনা মোকাবিলা ও জনসচেতনতা বাড়ানোর জন্য রামরাজাতলায় ১৫ই এপ্রিল থেকে চলছে COVID19 বিষয়ে গণ সচেতনতা শিবির। শিবির চলবে আগামী ২১সে এপ্রিল অবধি।ভোট-পরবর্তী সন্ত্রাস লেগেই রইলো হাওড়ায়! বৃহস্পতিবার হাওড়া শিবপুরের শালিমার এলাকায় তৃণমূল ও JDU এর মধ্যে সংঘর্ষে জড়িত চারজনকে শুক্রবার হাওড়া জেলা আদালতে পেশ করলো শিবপুর থানার পুলিশ।হাওড়া ফুলেশ্বরের কাছে শুক্রবার বিকেলে হুগলি নদীতে ভেসে উঠলো এক মহিলার মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য। পুলিশ মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।