তমলুক: অবিলম্বে তমলুক ব্লক জুড়ে জল নিকাশী, পায়রাটুঙ্গি খাল পূর্ণ সংস্কার ও নাসারা গুলি সংস্কার, আমন চাষের ক্ষতিপূরণের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার সেচদপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন বিক্ষোভ দেখাল কৃষক সংগ্রাম কমিটি।
রূপনারায়ন নদের সঙ্গে যুক্ত পায়রাটুঙ্গি খান দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে গেছে। চাষিরা বারেবারে খালটি সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেয়নি। সাম্প্রতিক বর্ষার দরুণ তমলুক ব্লকের বিস্তীর্ণ এলাকায় এবং চাষের জমিতে জল জমে যাওয়ায় বীজতলা করা যায় নি। আমন চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবিলম্বে জল নিকাশী এবং চাষীদের আমন ধানের ক্ষতি পূরণ সহ নানান দাবিতে মঙ্গলবার তমলুকের সেচ দপ্তরে অফিসে বিক্ষোভ দেখাল কৃষক সংগ্রাম কমিটি।
কমিটির পক্ষে শশাঙ্ক আদক, শম্ভু মান্না, অভিজিৎ মাইতি, হরেকৃষ্ণ রাখা, শক্তি পদ মান্নাদের অভিযোগ, করোনা পরিস্থিতির দরুন দীর্ঘদিন মানুষের কাজ নেই। সার বীজ কীটনাশক এর অত্যধিক দাম হওয়ায় চাষে লাভ নেই। এতদসত্ত্বেও চাষের জমিতে যতটুকু শ্রম দেওয়ার জায়গা ছিল, এই খাল সংস্কার না হওয়ায় এবারেও সামান্য বৃষ্টিতেই মাঠগুলো জল জমে আমন করা যাচ্ছে না।
জেলাশাসক থেকে শুরু করে বিডিওর কাছে বারবার জানিয়েছি। আজও সেচদপ্তরে কার্যনির্বাহী ইঞ্জিনিয়ারকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পায়রাটুঙ্গি এবং তার নাসা খালগুলি সংস্কার করে জমা জল যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। আমন চাষের ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবিগুলি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবো সমস্ত কৃষকরা। সেই পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে।