জল নিকাশীর দাবিতে তমলুক বিডিও অফিসে বিক্ষোভে চাষীরা

Bangla Editor | News18 Bangla | 01:44:52 PM IST Jun 26, 2021

তমলুক: কয়েক দিনের বৃষ্টিতে তমলুক ব্লক এলাকার চাষের জমিতে অস্বাভাবিক জল জমে যাওয়ার কারণে আমন ধানের বীজতলা করা যায় নি।  অবিলম্বে জল নিকাশী ও  স্বল্প সময়ের আমন চাষের বীজ ধানের দাবিতে তমলুক বিডিও-র নিকট আজ বিক্ষোভ দেখাল কৃষক সংগ্রাম কমিটি। তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করে।   রূপনারায়ন নদের সঙ্গে যুক্ত পায়রাটুঙ্গি খান দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে গেছে। চাষিরা বারেবারে খালটি সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেয়নি। সাম্প্রতিক বর্ষার দরুণ তমলুক ব্লকের বিস্তীর্ণ এলাকায় এবং চাষের জমিতে জল জমে যাওয়ায় বীজতলা করা যায় নি। আমন চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবিলম্বে জল নিকাশী এবং স্বল্প সময়ের চাষের জন্য বীজধান সরবরাহ সহ নানান দাবিতে আজ শুক্রবার তমলুকের বিডিও অফিসে বিক্ষোভ দেখাল কৃষক সংগ্রাম কমিটি। কমিটির পক্ষে শশাঙ্ক আদক, শম্ভু মান্না, অভিজিৎ মাইতি, সৌরভ মাইতি, নিতাই মাইতি, প্রবীর প্রধান, সঞ্জয় জানা, শেখ মাহবুব আলমের অভিযোগ, করোনা পরিস্থিতির দরুন দীর্ঘদিন মানুষের কাজ নেই। সার বীজ কীটনাশক এর অত্যধিক দাম হওয়ায় চাষে লাভ নেই। এতদসত্ত্বেও চাষের জমিতে যতটুকু শ্রম দেওয়ার জায়গা ছিল, এই খাল সংস্কার না হওয়ায় জলের অভাবে গত বোরো ধানের চাষ ভালো হয় নি। এবারেও সামান্য বৃষ্টিতেই মাঠগুলো জল জমে আমন বীজতলা করা যাচ্ছে না। জেলাশাসক থেকে শুরু করে সেচ দপ্তর, বিডিওর কাছে বারবার জানিয়েছি। আজও বিডিও-র কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পায়রাটুঙ্গি এবং তার নাসা খালগুলি সংস্কার করে জমা জল যাতে বেরিয়ে যায় এবং চাষের উপযোগী করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। স্বল্প সময়ে চাষের আমন বীজধান সরবরাহ করুক। এই দাবিগুলি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবো সমস্ত কৃষকরা। সেই পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে।

লেটেস্ট ভিডিও