রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা : চাষের জমি থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। বছর ২৩ এর ওই যুবক পবিত্র সরকার ফাঁকা মাঠে চাষের কাজ করছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনাটি জয়নগর থানার ধোসা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। দিন গড়িয়ে রাত হলেও ঘরে না ফেরায় এলাকায় খোঁজখবর শুরু হতেই, বৃষ্টির জমা জলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বজ্রাঘাতের কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে। সারা দিন প্রবল বর্ষণ ও করোনা অতিমারি পরিস্থিতির মধ্যে সুন্দরবনে গোসাবার একেবারে শেষপ্রান্তে (বাংলাদেশ বর্ডারে) ঝিলা নদীর পাড়ে মরিজঝাঁপির পাশে ইয়াস প্লাবিত "কুমীরমারী" গ্রামে ৪৫০জন গ্রামবাসীর জন্য একদিনের "কমিউনিটি কিচেন" এর মাধ্যমে রান্না করা খাবার, ১৫০জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী এবং দেড় শতাধিক(১৫০ বেশি) দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় "মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA)''র দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে।