বোলপুরে জোর কদমে চলছে কোভিড পরীক্ষা

Bangla Editor | News18 Bangla | 05:50:23 PM IST Jul 09, 2021

বোলপুরে জোর কদমে চলছে কোভিড পরীক্ষা

বীরভূম জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এক নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন বোলপুরে জাম্বুনি বাসস্ট্যান্ডে পথচারী সহ শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের করোনা টেস্ট করানোর উদ্যোগ গ্রহণ করেছে বীরভূম জেলা প্রশাসন। এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

বোলপুরে চালু হলো মা ক্যান্টিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাধের প্রকল্প মা ক্যান্টিন চালু হলো বোলপুরে। মাত্র পাঁচ টাকায় এই ক্যান্টিনে ভাত, ডাল, সবজি ও ডিম দুঃস্থ মানুষদের মুখে তুলে দেওয়া হবে‌। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ডে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বোলপুর পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো।

লেটেস্ট ভিডিও