উদয়পুর, উত্তর ২৪ পরগনা : কম্পিউটার সায়েন্সের অধ্যাপকের কম্পিউটারের তথ্য হ্যাকিং করে টাকা চেয়ে ব্ল্যাকমেলিং এর অভিযোগ বিদেশি হ্যাকারদের বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার গোবরডাঙ্গা কলেজের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সন্দীপ রায়। তিনি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নিমতা থানার উদয়পুর সেবাদল রোডের বাসিন্দা। লকডাউন চলায় ওয়ার্ক ফ্রম হোম নির্দেশে কলেজ এর কাজ বাড়িতে বসে নিজের কম্পিউটারে করছিলেন সন্দীপবাবু। হঠাৎ করে তার কম্পিউটারের সমস্ত তথ্য ব্লক হয়ে যায় এবং তিনি তার কম্পিউটারে কোন তথ্য খুলতে পারছেন না। তখন তিনি বুঝতে পারেন তার কম্পিউটারের তথ্য হ্যাকাররা হ্যাক করেছে। হ্যাকাররা তার কাছে টাকা চেয়ে তাকে হুমকি দেয়, যে টাকা দিলে তবেই তার তথ্য সে আবার ফিরে পাবে। এই ঘটনার পরে রায় পরিবারের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়। সন্দীপবাবু তড়িঘড়ি নিমতা থানা ও বারাকপুর সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনি।
সল্টলেক, উত্তর ২৪ পরগনা : করোনা অতিমারীতে রথযাত্রা। রথের বদলে চার চাকার গাড়ি চড়ে জগন্নাথ বলরাম শুভদ্রা রওনা দিল মাসির বাড়ি। এমনই চিত্র দেখা গেল সল্টলেকে। ভাগবত সমাজের উদ্যোগে ৩৮ বছর ধরে রথযাত্রার আয়োজন করা হচ্ছে। গত দুইবছর করোনা অতিমারীর জন্য রথের বদলে চার চাকা গাড়িতে করে জগন্নাথ বলরাম শুভদ্রাকে সল্টলেকে বিএফ ব্লকের বাড়ি থেকে নিয়ে সেন্ট্রাল পার্ক, ময়ূখ ভবন, সিটি সেন্টার, বিদ্যাসাগর আইল্যান্ড, পিনবি মোড় হয়ে বিভিন্ন জায়গায় ঘোরানোর পর মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ রথের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস, বিধাননগর পৌর নিগমের প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী।