করোনা সতর্কতা মেনে বীরভূমে চলছে ভোট গ্রহণ করোনা অতিমারিকালে স্বাস্থ্যবিধি মেনে বীরভূমের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
ভোট শুরু হতেই একাধিক জায়গায় ইভিএম বিকল হওয়ার অভিযোগ অষ্টম দফায় বীরভূমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পর বীরভূমের বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিন বিকল হওয়ার অভিযোগ ওঠে। যদিও পরবর্তীতে সেই সকল মেশিন পরিবর্তন করে ভোট গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক করে নির্বাচন কমিশন।
সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে পুলিশি অভিযান বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে ভোটের দিন সকাল থেকে পুলিশের কাছে খবর আসে গন্ডগোলের। যার পরেই বীরভূম পুলিশের ডিএসপি ডিএনটি-র নেতৃত্বে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। পুলিশের তরফ থেকে ওই গ্রামের বুথ লাগোয়া একাধিক দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যে সকল জায়গায় জমায়েত তৈরি হয়েছিল সেই জায়গাগুলি ফাঁকা করে সাধারণ মানুষকে ভয় দূরে সরিয়ে ভোট দেওয়ার বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি ওই এলাকায় গ্রামজুড়ে পুলিশি টহলদাড়ি চালানো হচ্ছে।