রাস্তা মেরামতির কাজ দেখে ক্ষুব্ধ নলহাটির বাসিন্দারা দীর্ঘ তিন বছর ধরে বীরভূমের নলহাটি ব্লকের অন্তর্গত গোপালপুরের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গোটা রাস্তায় খানাখন্দে, মাঠে পরিণত হয়েছে। ইদানিং রাস্তা মেরামতির কাজ শুরু হলেও যেভাবে মেরামতির কাজ যেভাবে হচ্ছে তাতে তা দুদিন পরেই ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তারা। যে কারণে তারা আরও ক্ষুব্ধ। এর পরিপ্রেক্ষিতে এদিন স্থানীয়রা রাস্তার মধ্যে ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখালেন। রাস্তার মাঝে ধান পোঁতার কারণ হিসেবে তারা জানান 'রাস্তায় তো মাঠে পরিণত হয়েছে'। বোলপুরের জল সঙ্কট মেটাতে জমি হস্তান্তর বোলপুর পৌরসভাকে বোলপুর শহরের দিনের পর দিন জল সংকট তৈরি হচ্ছে। মূলত জনবসতি বাড়তে থাকে এবং শুষ্ক জায়গা হওয়ার দরুন এই জল সঙ্কট বেড়ে চলেছে। এই জলসঙ্কট মেটানোর জন্য বুধবার বোলপুর পৌরসভা একটি নতুন জল প্রকল্প গ্রহণ করা হলো। নতুন এই প্রকল্পের মধ্য দিয়ে বোলপুর শহরের বেশ কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে যেখানে এই প্রকল্প গড়ে তোলা হবে। মোট ১৭ বিঘা জমির উপর তৈরি হচ্ছে এই প্রকল্প। প্রকল্পটি তৈরি করা হবে বোলপুর, উত্তর নারায়নপুর মৌজা ইত্যাদি জায়গায়। আগামী দিনে এই প্রকল্প বাস্তবায়িত হলে বোলপুর শহরে এবং তার পার্শ্ববর্তী এলাকায় জল সংকট অনেকটাই মিটবে বলেই মনে করা হচ্ছে।