মাধব দাস, বীরভূম : ২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের চাকরি না পাওয়া প্রার্থীরা বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভে বসেছেন। বিক্ষোভের পাশাপাশি এদিন তারা একটি ডেপুটেশন জমা দেবেন। তাদের অভিযোগ ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেক টেট উত্তীর্ণদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু সেই ঘোষণার পর বছর খানেক কাটতে গেলেও এখনো অনেকেই চাকরি পাননি। অথচ তিনি এ নিয়ে আর কোন কথা বলছেন না। এরই পরিপ্রেক্ষিতে এ দিন এই সকল চাকরি প্রার্থীরা ডেপুটেশন দেওয়ার মাধ্যমে তাদের চাকরি দাবি করলেন। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহা ঋণ মেলা বীরভূম জেলা গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে সিউড়ি ডিআরডিসি সভাকক্ষে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে বীরভূম জেলার ১৯টি ব্লকের প্রায় ৬৭২৩টি মহিলা স্বনির্ভর দলের হাতে প্রায় ১৬০ কোটি টাকার ঋণপত্র তুলে দেওয়া হলো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক ,পাঞ্জাব ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে।