মাধব দাস, বীরভূম : পুজোর আগে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হলো। মহালয়ার দিন এই তিনটি প্রকল্প উদ্বোধন হলো সিউড়ি ডিআরডিসি হলে। এই তিনটি প্রকল্প হল উড়ান ৩, মাতৃ স্পর্শ এবং মাতৃ পরিক্রমা। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের বস্ত্র বিতরণ বীরভূমের দুবরাজপুর শহরের রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক স্বামী ভূপানন্দ মহারাজের স্মৃতিতে মহালয়ার পুণ্য লগ্নে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও দুঃস্থ নরনারায়ণের হাতে নতুন বস্ত্র প্রদান করা হল আনুষ্ঠানিকভাবে।দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, করোনা পরিস্থিতির কারণে রামকৃষ্ণ আশ্রমের সমস্ত অনুষ্ঠান প্রায় বন্ধ ছিল। এদিন করোনা বিধি মেনেই প্রায় ৫০০ জন দুঃস্থ নরনারায়ণের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বোলপুরে আয়োজিত হলো আনন্দ মেলা'র বিশ্বভারতীর তরফ থেকে প্রতিবছর গৌরাঙ্গ প্রাঙ্গণে রবীন্দ্র ভাবধারাকে বজায় রেখে আনন্দ মেলার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু গত দু'বছর ধরে করোনা মহামারীর কারণে বন্ধ রয়েছে এই আনন্দ মেলা। এমত অবস্থায় বুধবার তৃণমূলের তরফ থেকে বোলপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আনন্দ মেলার আয়োজন করা হলো।