Kharagpur| Crime News|| খড়্গপুরে বাইক গ্যাং আতঙ্ক! অবশেষে গ্রেফতার ২ ছিনতাইবাজ-সহ ৭ দুষ্কৃতী

Bangla Digital Desk | News18 Bangla | 09:24:43 PM IST Nov 23, 2021

খড়্গপুরে বাইক গ্যাং আতঙ্ক! ফের ছিনতাই খড়্গপুরে, অবশেষে দুই ছিনতাইবাজ-সহ ৭ দুষ্কৃতী পুলিশের ফাঁদে। পরপর দু'দিন ২টি ছিনতাইয়ের ঘটনা ঘটে রেলশহর খড়্গপুরে। প্রথমটি ১৮ নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায়, দ্বিতীয়টি হিজলি সংলগ্ন ডিভিসি এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টা নাগাদ নিউ সেটেলমেন্ট এলাকায়।

লেটেস্ট ভিডিও