Gangajal Service From Post Office|| গঙ্গাজল বিক্রিতে শীর্ষে আসানসোলের মুখ্য ডাকঘর, কত বোতল বিক্রি হয়েছে জানেন?

Bangla Digital Desk | News18 Bangla | 10:37:11 AM IST Nov 20, 2021

ডাকঘরের মাধ্যমে গঙ্গাজল বিক্রিতে শীর্ষে আসানসোল মুখ্য ডাকঘর। একথা জানান আসানসোল মুখ্য ডাকঘরের সিনিয়র পোস্ট মাস্টার সন্দীপ মন্ডল। এই আর্থিক বর্ষে প্রায় ২ হাজার বোতল গঙ্গাজল বিক্রি হয়েছে। জানা গিয়েছে ২৫০ মিলি মিটার এই গঙ্গাজল সংগ্রহ করতে মানুষের খরচ হচ্ছে ৩০ টাকা। এই গঙ্গাজল বিক্রির জন্য মুখ্য ডাকঘরে পৃথক একটি কাউন্টারও করা হয়েছে।

লেটেস্ট ভিডিও