দার্জিলিংয়ের বুকে এই গ্রামে গেলেই চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আপনি। উত্তরবঙ্গ মানেই পাহাড় উত্তরবঙ্গ মানেই সবুজে ঘেরা চা বাগান আর মন মুগ্ধ করা জঙ্গল। উত্তরবঙ্গের এই সবুজে ঘেরা পাহাড় এবং প্রকৃতির মজা নিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা।
Last Updated: Nov 22, 2024, 20:45 IST


