বাড়িতে অতিথি আপ্যায়নে বিকেলের টিফিনে মচমচে ভাজাপোড়া খাবার ছাড়া কী চলে! চাইলে তৈরি করে নিতে পারেন ভিন্ন ধরনের ছোলে বাটুরে। এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও সুস্বাদু। চায়ের সঙ্গে দারুণ মানিয়ে যাবে ছোলে বাটুরে। আবার তৈরি করাও সহজ। রইল রেসিপি।
Last Updated: Nov 10, 2024, 16:51 IST


