নোমোফোবিয়া৷ রোগটির নাম আপনি হয়তো শুনেছেন৷ অনেকেই শোনেননি৷ মোবাইল ছাড়া যাঁদের জীবন দুর্বিসহ হয়ে ওঠে৷ মোবাইল সঙ্গে না-থাকলে দুশ্চিন্তা হয়, ব্য়াটারি ফুরিয়ে গেলে অজানা ভয় হয়, তাঁরা আসলে নোমোফোবিয়ায় আক্রান্ত৷ জেনে নিন, কোন লক্ষণগুলি বলে দেয়, আপনি নোমোফোবিক৷
Last Updated: December 03, 2018, 13:30 IST