শীত মানেই দাঁতের শিরশিরানি। জল পান করতে গেলেই যেন কারেন্ট লাগছে। প্রিয় আইসক্রীম তো মুখেই তোলাই দায়। সারা বছর দাঁতের ওপর অযত্ন করার পর এফেক্টটা স্পষ্ট বোঝা যায় শীতকালে। গুনতে হয় হাজার হাজার টাকা! তবে এই দুর্ভোগ সামান্য কিছু ঘরোয়া ডাক্তারি পরামর্শ মেনে চললেই এড়ানো সম্ভব। বাঁকুড়ার দাঁতের ডাক্তার ডক্টর বিক্রম ব্রহ্মচারী সরাসরি জানিয়ে দিলেন ঠিক কি কি করতে হবে।
Last Updated: Jan 10, 2024, 17:27 IST


