শীতের বিকেলে মিঠে রোদ গায়ে মেখে মুড়ি খাওয়া! না বাড়িতে নয়! মেলায়! একটা আস্ত মেলা মুড়ির জন্য! এ একেবারেই আলাদা ধাঁচের মেলা—যেখানে না আছে বাহারি খাবারের পসরা, না আছে হইচই করা খাবারের স্টল। তবু আনন্দে, মিলনে আর উৎসবের আবহে ভরে ওঠে পুরো মাঠ। বাঁকুড়ায় জমজমাট মুড়ি মেলা
Last Updated: Jan 18, 2026, 19:00 IST


