ক্রিসমাস কাটবে হাড় কাঁপানো ঠান্ডায়, জানাচ্ছে আলিপুর

Bangla Editor | News18 Bangla | 10:53:26 AM IST Dec 18, 2018

শীতের আমেজেই কাটবে বড়দিনের উৎসব। পূর্বাভাস হাওয়া অফিসের। নিম্নচাপ কাটলেই রাজ্যজুড়ে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। আসি আসি করেও গরিমসি। মাঝ ডিসেম্বরেও শীতের অপেক্ষায় বঙ্গবাসী। এরই মাঝে সুখবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপ কাটলেই শুরু হবে শীতের ইনিংস। সোমবার দুপুরেই অন্ধ্র উপকূল পার করেছে ঘূর্ণিঝড় ফেতাই। আর তাতেই নিম্নচাপের বাধা। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে সপ্তাহ শুরু। বৃষ্টির পাট চুকলেই পরিষ্কার হবে আকাশ। রোদ ঝলমলে দিনে খোলস খুলবে শীতও। সেই আমেজ গায়ে মেখেই বছর শেষের উৎসবে মাতবে বাংলা।

লেটেস্ট ভিডিও