West Bengal Bye-Election : ৭টি কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবি! দিল্লিতে কমিশনের দরবারে যাচ্ছে তৃণমূল

Bangla Editor | News18 Bangla | 04:07:14 PM IST Jul 13, 2021

কলকাতা: দ্রুত উপনির্বাচন (West Bengal Bye-Election) করানোর দাবি নিয়ে আগামী বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে (Election Commisson) যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ এই মুহূর্তে রাজ্যে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন এবং দু'টি কেন্দ্রে ভোট গ্রহণই বাকি৷ অর্থাৎ সবমিলিয়ে সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে৷ রাজ্য প্রশাসন যে উপনির্বাচনে জন্য প্রস্তুত, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে তা নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে৷ কারণ এই মুহূর্তে রাজ্যে করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে৷ মুখ্যমন্ত্রী নিজেও চাইছেন, যত দ্রুত সম্ভব উপনির্বাচনগুলি সেরে ফেলুক নির্বাচন কমিশন৷

লেটেস্ট ভিডিও