Kolkata Waterlogged: রাজপথ 'পানিপথ', উত্তর থেকে দক্ষিণ, টানা বৃষ্টিতে ভাসছে কলকাতা

Bangla Digital Desk | News18 Bangla | 08:50:25 PM IST Jun 17, 2021

সারা রাত একটানা বৃষ্টিতে ভাসছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। উত্তর থেক দক্ষিণ, সর্বত্র জলবন্দি অবস্থা বাসিন্দাদের। বুধবার রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি। একটানা চলল সারারাত। আরও একবার শহর কলকাতার নিকাশি ব্যবস্থার জীর্ণ অবস্থা সামনে এল। বুধবার রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। তবে কলকাতা যেন জলের তলায় চলে গিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে কলকাতায় অবস্থা আরও খারাপ হতে পারে। ইতিমধ্যে জমা জল সরানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। কলকাতা প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বাস দিয়েছেন।

লেটেস্ট ভিডিও