Fire at Lake town: দাউদাউ করে উঠছে আগুনের লেলিহান শিখা, জ্বলছে লেকটাউনের ‘মিনি জয়া’, দেখুন

Bangla Editor | News18 Bangla | 11:41:17 PM IST Jul 02, 2021

লেক টাউনের বন্ধ থাকা মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন৷ ইতিমধ্যেই দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু৷ ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়৷ তবে দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ রান্না করতে গিয়েই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন দমকলমন্ত্রী৷

লেটেস্ট ভিডিও