Mamata Banerjee Dharna: ধর্নায় একমনে ছবি আঁকছেন মমতা! তাঁকে দেখতে রাস্তায় মানুষের ভিড়, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 03:21:48 PM IST Apr 13, 2021

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে একাই ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কালো পাড়ের শাড়ি, গলায় উত্তরীয়র মতো কাপড়টিও কালো রংয়ের, মুখের মাস্কটিও কালো৷  এভাবেই তিনি ধর্নায় বসেন। সঙ্গে ছিল তাঁর আঁকার সরঞ্জাম। সেখানে বসেই নিঃশব্দে ছবি আঁকেন তিনি। প্রচারে নিষেধাজ্ঞা থাকায় তিনি কোনও বক্তব্য রাখেননি। তিনি একা বসলেও। তাঁকে একঝলক দেখতে রাস্তায় মানুষের ঢল নামে।

লেটেস্ট ভিডিও