নৃশংস শিশুখুনে রণক্ষেত্র তিলজলা! থানায় বিক্ষোভের জেরে গ্রেফতার ২

Bangla Digital Desk | News18 Bangla | 01:35:09 PM IST Mar 27, 2023

তিলজলায় নাবালিকাকে খুনের অভিযোগ পুলিশি জেরায় ধৃত যুবক স্বীকার করে নিল, খুনের আগে শিশুটিকে ধর্ষণ এবং যৌন নিগ্রহ করে সে৷ ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের অভিযোগের পাশাপাশি পকসো আইনেও মামলা করেছে পুলিশ৷ ধৃতকে আজই আদালতে তুলবে পুলিশ! সূত্রের খবর, পুলিশি জেরায় ধৃত অলোক কুমার জানিয়েছে, প্রথমে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে সে৷ তার পর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে শিশুটিকে খুনের চেষ্টা করে সে৷ মৃত্যু নিশ্চিত করতে শিশুটিকে ধর্ষণও করে সে৷ তবে এ বিষয়ে নিশ্চিত হতে নাবালিকার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ৷

লেটেস্ট ভিডিও