corona virus btn
corona virus btn
Loading

১০ বছরের আক্রোশ! খুনের বদলা ১৫ রাউন্ড গুলিতে? মণীশ কাণ্ডে বেনজির তথ্য

Bangla Editor | News18 Bangla | 02:22:22 PM IST Oct 06, 2020

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম খুররাম খান ও গোলাম শেখ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এদের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই প্রাণ গিয়েছে মণীশের। খুররামের বাবার খুনের ঘটনায় এফআইআর-এ নাম ছিল না মণীশের। তবে তদন্ত শুরু হতেই উঠে আসে তাঁর নাম। দশ বছর আগের সেই ঘটনারই বদলা মনে করছেন তদন্তকারীরা।

লেটেস্ট ভিডিও