Teacher Recruitment || Calcutta High Court: আদালতের ভর্ৎসনা! নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই

Bangla Digital Desk | News18 Bangla | 01:17:19 AM IST Nov 22, 2022

কলকাতা: কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার পর তৎপরতা। নিয়োগ-তদন্তে এবার চাকরিপ্রার্থীদের তলব CBI এর। ED র জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলি। গ্রুপ সি (Group C), গ্রুপ ডি (Group D)-র ২০ জন চাকরিপ্রার্থী ও চাকরি প্রাপককে আজ নিজাম প্যালেসে (Nizam Palace) তলব করা হয়। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আনতে বলা হয়েছে তাঁদের।

লেটেস্ট ভিডিও