পঞ্চায়েতে রাজ্যের সুপ্রিম জয়, দ্রুত বোর্ড গঠনের পথে প্রশাসন

Bangla Editor | News18 Bangla | 09:06:04 PM IST Aug 25, 2018

অবশেষে কেটেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত মামলার যাবতীয় জট ৷ বিরোধীদের দায়ের করা মামলার জয় পেয়েছে রাজ্য সরকার ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ (২০,১৫৯ আসনে)  আর ভোট নয় পরিষ্কার করেছে শীর্ষ আদালত ৷ এই জয়ে সুপ্রিয় কোর্টে রাজ্য সরকারের জয়জয়কার হয়েছে ৷ ফলে দ্রুত বোর্ড গঠনের পথে প্রশাসন

লেটেস্ট ভিডিও