প্রকৃতিকে জল ফেরাও, জীবন বাঁচাতে সেভ-ব্লু মিশন

Bangla Editor | News18 Bangla | 09:20:28 PM IST Nov 08, 2019

জল তুলছেন। কিন্তু ফেরত দিচ্ছেন কি? প্রশ্নটা শুনেই ঘাবড়ে গেলেন নিশ্চিত। অথচ এই প্রশ্ন নিয়েই কলকাতায় কাজ শুরু করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। বক্তব্য সহজ। মাটির নিচ থেকে জল তো তুলছেন। ফেরত দিচ্ছেন কি? তবে শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত নয়, এবার তাঁরা কোমর বেঁধে নামবেন পথে।

লেটেস্ট ভিডিও