সইফ আলি খানের উপর হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে খুকুমণি। মুম্বই পুলিশ সোমবার নদিয়া জেলায় একটি তল্লাশি অভিযান চালিয়ে বলিউড সুপারস্টার সইফ আলি খানের উপর হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন মহিলাকে গ্রেফতার করেছে,বলে সূত্রের খবর। তদন্তে জানা গিয়েছে যে, বাংলাদেশি নাগরিক যাকে মুম্বইতে হামলার জন্য আগে গ্রেফতার করা হয়েছিল, তার ব্যবহৃত মোবাইলের সিমকার্ডটি এই মহিলার নামে রেজিস্টার করা হয়েছিল। মুম্বই পুলিশের দুই সদস্যের একটি দল রবিবার পশ্চিমবঙ্গে পৌঁছয়। সোমবার গ্রেফতার করে খুকুমণি জাহাঙ্গির শেখ নামে ওই মহিলাকে। কে এই খুকুমণি?
Last Updated: Jan 27, 2025, 21:05 IST


