Republic Day: রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঢুকল পুলিশ ব্যান্ড

Last Updated : কলকাতা
রীতি মেনেই প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে রাজভবনে সান্ধ্যকালীন চা-চক্র আয়োজিত হয়। অন্যান্য বছরের মতো রবিবার, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসেও রাজভবনে ছিল অনুষ্ঠান, যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডের-ও। প্রতি বছরই তারা পারফর্ম করে। কিন্তু এ’বছর বিপত্তি বাধল!প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠল। রাজভবনের অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিল কলকাতা পুলিশের ব্যান্ড। কিন্তু অভিযোগ, তাঁদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। নিজে বিষয়টি খতিয়ে দেখেন এবং গেট থেকে পুলিশের ব্যান্ডকে ভিতরে নিয়ে আসেন। এই ঘটনায় তিনি উষ্মাও প্রকাশ করেছেন
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Republic Day: রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঢুকল পুলিশ ব্যান্ড
advertisement
advertisement