যে হারে বেতন বাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে খুশী নন আন্দোলনকারী শিক্ষকরা। তাই আপাতত অনশন জারি রাখছেন তাঁরা। তবে সমঝোতার রাস্তাও খোলা রাখছেন। বেতন বৃদ্ধি নিয়ে লিখিত প্রস্তাব এলে অনশন তোলা নিয়ে সিদ্ধান্ত। বার্তা আন্দোলনরত শিক্ষকদের।
Last Updated: Jul 26, 2019, 14:16 IST


