কসবার হোটেলে যুবক খুনের ঘটনার কিনারা করল পুলিশ৷ গ্রেফতার করা হল মূল অভিযুক্ত এক যুবক এবং তাঁর সঙ্গী তরুণীকে৷ মৃত যুবকের সঙ্গী এই দু জনকেই খুঁজছিল পুলিশ৷ শুক্রবার কসবার ওই হোটেল থেকে শুক্রবার আদর্শ লোসালালকা নামে পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওই যুবকের নগ্ন দেহ উদ্ধার হয়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও এক যুবক এবং তরুণী৷ একটি অ্যাপের মাধ্যমে হোটেলের দুটি ঘর বুক করা হয়েছিল৷ যদিও শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷
Last Updated: November 23, 2025, 17:34 IST