Patuli Old Lady: মাকে নৃশংস হ‍ত‍্যার কথা কবুল ছেলের! পাটুলিতে বৃদ্ধা খুনে গ্রেফতার পুত্র

Last Updated : কলকাতা
পাটুলিতে বৃদ্ধার রহস‍্য মৃত‍্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার বৃদ্ধার ছেলে। রবিবার পাটুলি থানায় এসে নিজেই আত্মসমর্পন করে মৃতার পুত্র। মাকে নিজেই খুন করেছেন, স্বীকার ব‍্যাঙ্ককর্মী ছেলের। টাকা পয়সা জনিত বিবাদের জেরেই মাকে খুন, থানায় আত্মসমর্পন করে স্বীকার মৃতা বৃদ্ধার ছেলের। গত বুধবার বুধবার পাটুলিতে ৭২ বছর বয়সী বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত, বৃদ্ধাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর ঘরের মধ্যেই আগুন দেওয়া হয়, যার জেরে পুড়ে যায় শরীর।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Patuli Old Lady: মাকে নৃশংস হ‍ত‍্যার কথা কবুল ছেলের! পাটুলিতে বৃদ্ধা খুনে গ্রেফতার পুত্র
advertisement
advertisement