খাস কলকাতায় কাঁচা রাস্তা। এ ছবি কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের গোবরা এলাকার। নিকাশির জন্য গোবরা রোডের একাংশ এক বছর আগে খোঁড়া হয়। কাজের পর পিচ করা হয়নি রাস্তার। কাছেই চিত্তরঞ্জন পাভলভ। বহু রোগী এই রাস্তা ব্যবহার করেন। সেই রাস্তাই বেহাল।
Last Updated: Dec 10, 2023, 18:46 IST


