বর্ষবরণে কড়া নিরাপত্তা। পার্কস্ট্রিটে নিরাপত্তায় আড়াই হাজার পুলিশ মোতায়েন। পার্কস্ট্রিট ও লাগোয়া এলাকায় বিশেষ নজরদারি। নজরদারিতে ১০ ডিসি পদ মর্যাদার অফিসার। নিরাপত্তায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও যুগ্ম কমিশনাররা। সাদা পোশাকে পুলিশ মোতায়েন। বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার। বহুতলের ছাদ থেকেও নজরদারি। বর্ষবরণের মুহূর্তে বাইক দাপট রুখতে ব্যবস্থা। দু’দিন নাকা তল্লাশিতে জোর। সোমবার পর্যন্ত দর্শনীয় স্থানগুলোয় বাড়তি নজরদারি।
Last Updated: December 31, 2023, 17:05 IST