Kolkata Fire News | আনন্দপুরে ভয়াবহ আগুন। কাকভোরে কোল্ড ড্রিংকের গোডাইনে আগুন। সাড়ে ৪ ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি আগুন ৷ সরু গলি-মজুত দাহ্যে বাড়ছে বিপদ। আগুন নিয়ন্ত্রণে হিমশিম দমকল। ঘটনাস্থলে দমকলে ১৪টি এঞ্জিন। নাইট ডিউটিতে থাকা ৩ জন নিখোঁজ। ভিতরে আটকে থাকার আশঙ্কা।



