জল সচেতনতা গড়তে মুখ‍্যমন্ত্রীর পদযাত্রা, হাজির নানাক্ষেত্রের গুণিজনেরা

Bangla Editor | News18 Bangla | 11:17:55 PM IST Jul 12, 2019

শুক্রবার রাজ‍্যের প্রথম জল বাঁচাও দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মেয়োরোড পর্যন্ত হাঁটলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। উপস্থিতদের পাঠ করানো হল জল বাঁচানোর শপথ। মুখ‍্যমন্ত্রীর দাবি, জলসংকট মোকাবিলায় দেশকে পথ দেখাবে বাংলাই।

লেটেস্ট ভিডিও