গাড়িগুলি এখনও চাপা পড়ে রয়েছে৷ ক্রেনে করে তোলা হচ্ছে মিনিবাসগুলিকে৷ ধ্বংসস্তূপের নীচে ঠিক আর কোনও প্রাণ রয়েছে কিনা, তার জন্য উদ্ধারকাজ দ্রুত চলছে৷ স্ল্যাব ভেঙে দেখা হচ্ছে, নীচে কেউ আটকে আছেন কিনা৷ মেট্রোর কাজ করতে বহু শ্রমিক ছিলেন ওই জায়গায়৷ দেখুন বিভীষিকার সেই ছবি৷
Last Updated: September 05, 2018, 12:56 IST