মেট্রো সূত্রে জানানো হয়েছে, বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। তবে সোমবার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে পাওয়া যাবে রাত ৯টা ৩৪ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। সোমবার থেকে শুক্রবারই মেট্রোর সংখ্যা বৃদ্ধি ও সূচিতে বদল থাকছে।
Last Updated: August 25, 2025, 10:26 IST