চলতি রুটে পরিকাঠামো ও সুরক্ষায় জোর মেট্রোর। কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্ট মেনে বদল হচ্ছে মেট্রোর পরিকাঠামো। প্রতিটি কোচে বসানো হবে সিসিটিভি। সব স্টেশনে থাকবে ফায়ার অ্যালার্ম। থাকবে আল্ট্রা সেনসিটিভ হিট ডিটেক্টরের মতো প্রযুক্তিও।
Last Updated: Feb 25, 2019, 12:12 IST


