KK Died: 'আমার দুর্ভাগ্য, ওঁর সঙ্গে কাজ করতে পারলাম না', কেকে-র মৃত্যুতে অনিন্দ্য

Bangla Digital Desk | News18 Bangla | 08:53:25 PM IST Jun 01, 2022

চলে গেলেন বলিউডের তারকা গায়ক কেকে। বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার কলকাতায় গানের অনুষ্ঠান ছিল তাঁর। মঞ্চে গান গাইতে গাইতেও হঠাৎ অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত ঘোষণা করা হয তাঁকে।  "আমার দুর্ভাগ্য, ওনার সঙ্গে আমার যে কাজ হওয়ার কথা ছিল, সেটা আর হল না", আক্ষেপ অনিন্দ্য চট্টোপাধ্যায়। (KK Died)

লেটেস্ট ভিডিও