গতকাল কেষ্টপুর নতুন ব্রিজে ভয়াবহ দুর্ঘটনার পরে দায়ের করা হল দুটি মামলা। পুলিশের পক্ষ থেকে ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয়েছে একাধিক ব্যক্তিকে। সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে সরকারি কাজে বাধা, পুলিশকে হেনস্থা, দমকল কর্মীদের কাজে বাধা, দমকলের গাড়ি ভাঙচুর, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিতকরণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও দুটি মামলায় কেউ গ্রেফতার হয়নি, খোঁজ চলছে। অন্যদিকে সামনে এসেছে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন সৌমেন মণ্ডল। পাশে ছিল আরও একটি বাইক। পিছনে দাঁড়িয়ে ছিল সাদা রঙের একটি গাড়ি। আচমকা পাশ থেকে সজোরে এসে সৌমেনের বাইকে ধাক্কা মারে একটি কালো গাড়ি। টেনে নিয়ে যায় রাস্তার পাশের রেলিংয়ে। তার পরেই গাড়িতে বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর পরিবারের লোকজন দুর্ঘটনাস্থলের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ, গতকাল রাত থেকেই হয়রানির শিকার হচ্ছেন। কেন এখনও পর্যন্ত গাড়ি চালককে গ্রেফতার করা হল না সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।
Last Updated: August 14, 2025, 12:54 IST