Cyclone Yash: ঘূর্ণিঝড় যশের জের, আগামী সপ্তাহে বৃষ্টিতে ভাসবে কলকাতা

Bangla Editor | News18 Bangla | 11:48:29 PM IST May 19, 2021

ঘূর্ণিঝড় যশের দাপটে তুমুল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা৷ শুধু কলকাতা নয়, একই অবস্থা হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিরও৷ এ দিন এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী ২৫ মে, মঙ্গলবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হবে। সেদিন রাত থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ বাড়বে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও৷ ২৬ শে মে বুধবার উপকূলবর্তী জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। ২৭ মে বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে।

লেটেস্ট ভিডিও